পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

created by Polish
পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন-এর ২০২৫-২৬ সালের জন্য এক বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়েজীদ মুন্না,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন
এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নু-আলম বলেন, “এই কমিটি উপস্থিত সকলের সম্মতিক্রমে গণতান্ত্রিক উপায়ে গঠন করা হয়েছে। আমরা মূলত কর্মঠ ও আন্তরিক ব্যক্তিদেরকেই অগ্রাধিকার দিয়েছি। আশা রাখি, এই কমিটি সংগঠনকে অতীতের চেয়ে আরও ভালো কিছু উপহার দেবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
• আওলাদ হোসেন, প্রধান শিক্ষক, দিঘীরপাড় মডেল একাডেমি
• জি. এম. মাহবুব হাসান কচি
• শাহিন শেখ, প্রতিষ্ঠাতা, টংগিবাড়ী ব্লাড ফাউন্ডেশন
• মহিউদ্দিন, প্রতিষ্ঠাতা, বকতবলী রক্তদান সংস্থা
✨ পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন
কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬)
• সভাপতি: বায়েজিদ মুন্না
• সহ-সভাপতি: আফ্রিদি মোল্লা
• সহ-সভাপতি: মঈন হালদার
• সাধারণ সম্পাদক: ইসমাইল হোসেন
• যুগ্ম সাধারণ সম্পাদক: রায়হান
• যুগ্ম সাধারণ সম্পাদক: হৃদয় আহমেদ
• সাংগঠনিক সম্পাদক: জুয়েল রানা
• অর্থ বিষয়ক সম্পাদক: ফয়সাল
• উপ-অর্থ বিষয়ক সম্পাদক: রফিকুল হৃদয়
• প্রচার সম্পাদক: সিমন আহমেদ
• উপ-প্রচার সম্পাদক: শারমিন নাদিয়া
• দপ্তর বিষয়ক সম্পাদক: মৃদুল
• উপ-দপ্তর বিষয়ক সম্পাদক: রাসেল
• পরিবেশ বিষয়ক সম্পাদক: সজিব আহমেদ
• স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মিথিলা
• শিক্ষা বিষয়ক সম্পাদক: ফাহিম
• সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: শুভ ঘোষ
আপনার মতামত লিখুন