ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:
আজ ২০ সেপ্টেম্বর ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ফাউন্ডেশনের উপদেষ্টা ও এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি এ এন এম হুমায়ূন কবির সাগর শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, “আজ আমাদের সবার প্রিয় ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনে ফাউন্ডেশনের একজন উপদেষ্টা হিসেবে শুভেচ্ছা জানানোর সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। মানুষের সার্বিক উন্নতি ও কল্যাণে ঝিকুট ফাউন্ডেশন যে কার্যক্রম পরিচালনা করছে, তা সত্যিই প্রশংসনীয়।”
ফাউন্ডেশনের যাত্রার শুরুর কথা উল্লেখ করে তিনি জানান, শিল্প, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের মতো স্তম্ভকে কেন্দ্র করে একটি সমৃদ্ধ সমাজ গঠনের স্বপ্ন থেকেই ঝিকুট ফাউন্ডেশনের সূচনা। গত কয়েক বছরে ফাউন্ডেশন সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছে।
তিনি আরও বলেন, ঝিকুট ফাউন্ডেশন শিক্ষা, শিল্প ও সাহিত্যচর্চায় নতুন প্রজন্মের প্রতিভাবানদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে। পাশাপাশি পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে নানা উদ্যোগ নিয়েছে। সংস্কৃতি ও সামাজিক উন্নয়নেও প্রতিষ্ঠানটির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
উপদেষ্টা হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করে এ এন এম হুমায়ূন কবির সাগর বলেন, “আমি শুধু একজন উপদেষ্টা নই, আমি এই পরিবারের একজন গর্বিত অংশীদার। প্রতিটি সদস্যের আন্তরিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের ফলেই আজকের এ অর্জন।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি ঝিকুট ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় ফাউন্ডেশন আরও বহুদূর এগিয়ে যাবে।
আপনার মতামত লিখুন