টঙ্গীবাড়ীতে (ইউএইচএন্ডএফপিও)’র মতবিনিময় সভা

টঙ্গীবাড়ীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও)’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ সেপ্টেম্বর ) সকাল ১১ টার দিকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল মালেক। এসময় সেখানে উপস্থিত ছিলেন এমও(ডিসি) ডাঃ দেওয়ান মোঃ জাহিদুল হক, স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক ও ক্লিনিকের প্রতিনিধি প্রমুখ।
সভায় আলোচনার বিষয় ছিলো ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতায় সতর্কীকরণ করা। চিকিৎসা সেবার মান আরো উন্নত করতে আহবান করা। সাধারণ রোগীরা সঠিক চিকিৎসা সেবা পায় তা নিশ্চিৎ করা। প্রতিটি সেবার মূল্য সরকারি নির্ধারিত হারে দৃশ্যমান স্থানে প্রদর্শন করা। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভার আয়োজন করা এবং প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্টিকের সকল প্রকার লাইসেন্স দ্রুত নবায়ন করা।
আপনার মতামত লিখুন