মুন্সিগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) শহীদ চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ সদর থানা বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলা বাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন নিখিল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সাগর, বাংলাবাজার ইউনিয়ন বিএনপি নেতা মো: শাহ-আলম ও মো: মান্নান মোল্লা।
এছাড়া উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খালেদ হোসেন পলাশ, মো: জলিল মোল্লা, মো: শাহিন সরদার, মো: সেলিম মেলকার, বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: মঞ্জুরুল ইসলাম মুন্না সহ বাংলাবাজার ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোভাযাত্রায় বিএনপির নেতাকর্মীরা জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে নানা স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন