বেতকা ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালত পরিচালিত হচ্ছে।

সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে ২০০৬ সালে গ্রাম আদালত আইন তৈরী করা হয়। পরবর্তীতে ২ বার এই আইনটির কিছু অংশ সংশোধন করা হয়। বর্তমানে ৩ লক্ষ টাকা মূল্যমানের দেওয়ানী ও ফৌজদারি মামলা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যেম নিস্পত্তি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালতে মামলা দায়ের করা হচ্ছে এবং বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রোকনুজ্জামান শিকদার ( রিগ্যান) এর প্রচেস্টায় গ্রাম আদালতের মাধ্যমে মামলাগুলো নিস্পত্তি করা হচ্ছে।
বর্তমানে এলাকার সাধারন মানুষের ন্যায়বিচার পাওয়ায় একটি আস্থার জায়গা হিসাবে চিন্হিত হয়েছে এই বেতকা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত।
আপনার মতামত লিখুন