খুঁজুন
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন, ১৪৩২

ভারতের সাথে নদী-পানির অধিকারের সংগ্রাম বেগবান করার আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
ভারতের সাথে নদী-পানির অধিকারের সংগ্রাম বেগবান করার আহ্বান

আতিকুর রহমান সালু স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বাংলাদেশের নদী-পানির অধিকার সংরক্ষণের আন্দোলন আরো বেগবান করার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা। ২ আগষ্ট শনিবার পানি অধিকার যোদ্ধা আতিকুর রহমান সালু স্মারক গ্রন্থের প্রকাশনা উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের মৌলানা আকরম খাঁ হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি),  বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে আইএফসি নিউইয়র্ক এর চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতানের সভাপতিত্বে অতিথির আসন অলংকৃত করেন অর্থ মন্ত্রনালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, আইএফসি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জসীম উদিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, কালের কণ্ঠের সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইঞা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএফসি বাংলাদেশের সভাপতি মোস্তফা কামাল মজুমদার।

অনুষ্ঠানে আইএফসি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ঝিকুট ফাউন্ডেশনের একটি টিম উপস্থিত ছিল।

আতিকুর রহমান সালু স্মারক গ্রন্থে মোট ৩০টি লেখায় তার সংগ্রামী ও কর্মময় জীবনের উপর আলোকপাত করা হয়েছে। বাংলাদেশের নদী-পানির অধিকার আন্দোলনে তার আপোষহীন সংগ্রাম একটা অতুলনীয় দৃষ্টান্ত হিসেবে যুগযুগ ধরে অনুপ্রেরণা যোগাবে বলে উল্লেখ করা হয়।

প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কোন চুক্তি বা বোঝাপড়া ছাড়া উজানের দেশ ভারত সকল যৌথ নদীর উপর বাঁধ নির্মান করে শুকনো মওসাম পানির প্রবাহ সরিয়ে নিয়ে বাংলাদেশে এক মারাত্মক পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করে ঢালছে। অন্যদিকে বর্ষা মওসুমে বানের পানি বিনা নোটিশে মোড় দিয়ে সৃষ্টি করণে প্রলয়ঙ্কারী বন্যা ও নদী ভাঙ্গন। অথচ বর্তমান বিশ্বে যৌথ নদীর পানি সমস্যার সমাধান নিহিত রযেছে বেসিন ভিত্তিক যৌথ ব্যবস্থাপনায় যেন উজান ও ভাটির সকল দেশ তার সুফল পায়। এবং সাথে সাথে নদীগুলো হিমালয়ের উৎপত্তি স্থল থেকে সাগর পর্যন্ত জীবন্ত থাকে।

তারা বলেন, আতিকুর রহমান সালুর লক্ষ্য ছিল ২০০৫ সালের ৪ মার্চ চিলমারিতে অনুষ্ঠিত দশ লাখ লোকের সমাবেশের মত আরেকটি বড় সমাবেশ আয়োজন করে নদী পানির ন্যায্য হিস্যা বিষয়ে বাংলাদেশের মানুষের দাবী বিশ্ববাসির কাছে তুলে ধরা এবং জীবন মরণ সমস্যার সমাধানের জন্য ভারতের উপর চাপ প্রয়োগ করা। ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের পরেই ১৯৭৭ সালের গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর সম্ভব হয়েছিল।

বর্তমানে ভারতের সাথে ২৪টি যৌথ নদীর মধ্যে গঙ্গা ছাড়া অন্য কোনটির পানি ব্যবস্থাপনার চুক্তি নেই। গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামি বছর (২০২৬) ডিসেম্বরে শেষ হবে। পরবর্তী চুক্তি আরও মজবুত এবং যুগোপযোগী করার আহ্বান জানান উপস্থিত বক্তারা।

আড়িয়লে মুন্সীগঞ্জ জেলা প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
আড়িয়লে মুন্সীগঞ্জ জেলা প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা  অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রিমিয়ার লীগ সিজন-১ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন দোলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপু চাকলাদার, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন মোল্লা। আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ আলী নান্টু মাদবর, মঞ্জু শেখ ফারুক, শেখ জামাল।

টঙ্গীবাড়ি একাদশ বনাম গজারিয়া একাদশ এর মধ্যকার ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে টঙ্গীবাড়ী একাদশ নির্ধারিত ৯ ওভারে ১১৮ রান সংগ্রহ করে। ১১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের ২ বল থাকতে ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌছে যায় গজারিয়া একাদশ।
এসময় আরো উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে আলমগীর কবির একদিল, মোঃ মাসুম হোসাইন, পরশ রুমি, শান্ত ছৈয়াল, জামাল শেখ, মহিউদ্দিন প্রমুখ।

টঙ্গীবাড়ীর আপরকাঠিতে বিএনপির আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
টঙ্গীবাড়ীর আপরকাঠিতে বিএনপির আলোচনা সভা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আড়িয়ল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা হয়েছে।
গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ।
টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী মো. ইলিয়াস বেপারীর সভাপতিত্বে ও আড়িয়ল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. পিয়ার হোসেন পিন্টু শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

আরোও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ভিপি শেখ মো. আব্দুল হাই, মো. আক্তার হোসেন লাকরিয়া, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদ মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন খান বাবু, আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুল ইসলাম খান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, আড়িয়ল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আমীর হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাত্তার দেওয়ান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুরাদ তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম দেওয়ান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ
পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

created by Polish

পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন-এর ২০২৫-২৬ সালের জন্য এক বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়েজীদ মুন্না,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নু-আলম বলেন, “এই কমিটি উপস্থিত সকলের সম্মতিক্রমে গণতান্ত্রিক উপায়ে গঠন করা হয়েছে। আমরা মূলত কর্মঠ ও আন্তরিক ব্যক্তিদেরকেই অগ্রাধিকার দিয়েছি। আশা রাখি, এই কমিটি সংগঠনকে অতীতের চেয়ে আরও ভালো কিছু উপহার দেবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
• আওলাদ হোসেন, প্রধান শিক্ষক, দিঘীরপাড় মডেল একাডেমি
• জি. এম. মাহবুব হাসান কচি
• শাহিন শেখ, প্রতিষ্ঠাতা, টংগিবাড়ী ব্লাড ফাউন্ডেশন
• মহিউদ্দিন, প্রতিষ্ঠাতা, বকতবলী রক্তদান সংস্থা
✨ পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন

কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬)
• সভাপতি: বায়েজিদ মুন্না
• সহ-সভাপতি: আফ্রিদি মোল্লা
• সহ-সভাপতি: মঈন হালদার
• সাধারণ সম্পাদক: ইসমাইল হোসেন
• যুগ্ম সাধারণ সম্পাদক: রায়হান
• যুগ্ম সাধারণ সম্পাদক: হৃদয় আহমেদ
• সাংগঠনিক সম্পাদক: জুয়েল রানা
• অর্থ বিষয়ক সম্পাদক: ফয়সাল
• উপ-অর্থ বিষয়ক সম্পাদক: রফিকুল হৃদয়
• প্রচার সম্পাদক: সিমন আহমেদ
• উপ-প্রচার সম্পাদক: শারমিন নাদিয়া
• দপ্তর বিষয়ক সম্পাদক: মৃদুল
• উপ-দপ্তর বিষয়ক সম্পাদক: রাসেল
• পরিবেশ বিষয়ক সম্পাদক: সজিব আহমেদ
• স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মিথিলা
• শিক্ষা বিষয়ক সম্পাদক: ফাহিম
• সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: শুভ ঘোষ