খুঁজুন
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন, ১৪৩২

টঙ্গীবাড়ীর যানজট নিরসনে বড় ধরনের উদ্যোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ
টঙ্গীবাড়ীর যানজট নিরসনে বড় ধরনের উদ্যোগ

তিন লক্ষ জনসংখ্যার বসবাস টঙ্গীবাড়ির অন্যতম সমস্যা যানজট। উপজেলা সদরের টঙ্গিবাড়ি বাজার চৌরাস্তায় প্রতিদিন সকাল আটটা থেকে শুরু হয় যানজট। উপজেলার ব্যস্ততম সড়কটিতে যানজটের কারণে সমস্যায় পরতে হয় স্কুল কলেজগামী ছাত্র ছাত্রী, উপজেলা হাসপাতালে আসা রোগী, রাজধানী ঢাকায় যাতায়াতরত যাত্রী, বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, উপজেলায় আসা বিভিন্ন সেবাকরিত গন। বছরের পর বছর ধরে সমস্যার সম্মুখীনদের আশা পূরণের সম্ভাবনা দেখা দিয়েছে সর্বস্তরের জনগণ ও প্রশাসনের সহযোগিতায়।

১২ই এপ্রিল শনিবার উপজেলা প্রশাসন, বাজার ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিগন সহ সর্বস্তরের জনগণ বাজারে যানজট নিরসনে কাজ করার জন্য নিজেদের অভিবাদ ব্যাক্ত করেন।
আলোচনায় বক্তাদের বক্তব্য উঠে আসে ১৩ এপ্রিল রবিবার থেকে প্রতিদিন সকাল ৮ থেকে সন্ধ্যা ৬টা পযন্ত কোন ট্রাক বাজারে উপর দিয়ে চলাচল করতে পারবেনা। উপজেলার সকল হিমাগার কর্তৃপক্ষকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হবে।

উপজেলা বাস মালিক সমিতির নেতা নূর হোসেন সরদারকে জানানো হয় বাস টঙ্গীবাড়ি বাজারে যেন না ডুকানো হয়।
বক্তারা আরো জানান, আটোরিক্সা বাজার থেকে বাহিরে রাখতে হবে। ৩টি পয়েন্ট করে গাড়ী রাখার ব্যবস্থা করা। গোয়ালবাড়ী বীজ সংস্কার, নির্ধারিত বাস ষ্ট্যান করা এবং সেখানে বাস রাখা।
ক্রেতাদের পক্ষে জানানো হয়, বাজারে অটো ডুকতে না পারলে ক্রেতা মালামাল কেমনে নিবেন। বৃদ্ধ ও নারীদের সমস্যা আরো বেশি।

ছোট পিকআপ ফলপটিতে নিধারীত স্থানে রেখে মালামাল পৌঁছে দিবেন।
অটোরিকশা চালকরা পেশাদারী আচরন করেন না। এডহক কমিটি করে দায়িত্ব নেয়া। বাজার ব্যবসায়ীরা পাহারাদারদের নিজস্ব তহবিল থেকে টাকা দেন সেখান থেকে লাইনম্যানদের বেতন দিতে হবে। ৫ তারিখের পর টালমাটালি অবস্থা। ঠিক মত পাহারাদারী চাদা দিতে গড়িমসি করে।

উপজেলা বিএনপি সভাপতি রিপন মল্লিক জানান, থানা সদর টঙ্গীবাড়ী বাজার ব্যবসায়ী ও ক্রেতার সুযোগ সুবিধা বৃদ্ধি করতে যানজট নিরসন করতে হবে। এ অঞ্চলের মানুষের মূল সমস্যা এখন যানজট। গাড়ি রাখার ৩টি স্থান নিধারিত করে সমাধান করা যায়। স্বামী বিদেশি বাজারের লোক নেই জানিয়ে মহিলারা বাজার করেন তাদের বাজারে গাড়ী ছাড়া চলা কষ্টকর। তাই গোয়ালবাড়ী ব্রীজটা দ্রুত করতে হবে। বাজারে পাহারাদার বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আনসারদের মূল্যায়ন কম করে গাড়ী চালকরা তাই কয়েকজন পুলিশ দিলে ভালো হবে।

অফিসার ইনচার্জ জানান, ব্যবসায়ীদের পাশাপাশি গাড়ী চালকদের নিয়েও মিটিং করতে হবে। আর বাজার কমিটি বাজার ব্যবসায়ীদের নিয়েই করতে হবে। নইলে বাহিরের লোক প্রবেশ করে খরচের নামে চাদা তোলার ব্যবস্থা করা হবে। বাজার ব্যবসায়ীরা আগে ঠিক হতে হবে সবাই দোকানের সামনের জায়গা দখল করে ব্যবসা করে। ক্যামেরা বসাতে হবে সকল ব্যবসায়ীদের দোকানে। থানায় ৩০ জন পুলিশ সট। ব্যবসায়ীরা ১টা গাড়ি কিনে দিয়েছেন।
ইউনও মো. মোস্তাফিজুর রহমান জানান, ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। দ্রুত গোয়ালবাড়ী ব্রীজ নির্মাণ করনে যথাযথ কর্তৃপক্ষের নিকট অবহিত করা হবে । টঙ্গীবাড়ি মৌজার দাগ নং ৭১ এ ৬ শতাংশ খাস আর দাগ নং ৭২ এ ৪৯ শতাংশ রোডসের জমি রয়েছে সেখানে বাস ষ্ট্যান্ড করতে হবে। গোয়ালবাড়ী ব্রীজের পাশে খাস জমি আছে সেখানে অটোরিক্সা ষ্ট্যান করা যায় আরেকটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন জমিতে ষ্ট্যান করলে সমাধান সম্ভব। আমরা টঙ্গীবাড়িতে অন্তত ২ জন ট্রাফিক পুলিশ প্রাপ্তির জন্য চেষ্টা করবো। ব্যবসায়ীরা বলেছেন সহায়তা করে লোক নিয়োগ দিবেন। তবে দ্রুত বাজারের এডহক কমিটি করতে হবে।
তিনি আরো বলেন, ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের জন্য সুবিধা হয় বাজারে গাড়ী আসলে আর তাতেই যানজট শুরু হয়। ২টি বাইপাস রাস্তা নির্মাণ কাজ চলছে। শরিফ কোল্ড ষ্টোরেজ ও মাঝি বাড়ি জামে মসজিদ সংলগ্ন মারিয়ালয় খালে ব্রীজ নির্মাণ হলে দক্ষিণ অঞ্চলের গাড়ি আর বাজারে ঢুকতে হবে না। আরেকটি বাইপাস গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে রংমেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাজ শেষের দিকে। উপজেলা পরিষদের পূর্ব পাশের পুকুরের দক্ষিণ পাড়ের দোকান গুলো সরিয়ে কাজি মার্কেটের পূর্ব পাশে পুকুরের ভরাট স্থানে স্থানান্তরিত করতে হবে।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি প্রেসক্লাব সাবেক সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব আহবায়ক সুমন চোকদার বয়বসায়ী আব্দুল হাই, আব্দুল মান্নান, দুলাল হাজী, মোঃ ফারুক মাঝি, মারুফ ইসলাম ছেন্টু,আক্তার হোসেন স্বপন ছাত্র প্রতিনিধিগন।

আড়িয়লে মুন্সীগঞ্জ জেলা প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
আড়িয়লে মুন্সীগঞ্জ জেলা প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা  অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রিমিয়ার লীগ সিজন-১ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন দোলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপু চাকলাদার, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন মোল্লা। আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ আলী নান্টু মাদবর, মঞ্জু শেখ ফারুক, শেখ জামাল।

টঙ্গীবাড়ি একাদশ বনাম গজারিয়া একাদশ এর মধ্যকার ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে টঙ্গীবাড়ী একাদশ নির্ধারিত ৯ ওভারে ১১৮ রান সংগ্রহ করে। ১১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের ২ বল থাকতে ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌছে যায় গজারিয়া একাদশ।
এসময় আরো উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে আলমগীর কবির একদিল, মোঃ মাসুম হোসাইন, পরশ রুমি, শান্ত ছৈয়াল, জামাল শেখ, মহিউদ্দিন প্রমুখ।

টঙ্গীবাড়ীর আপরকাঠিতে বিএনপির আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
টঙ্গীবাড়ীর আপরকাঠিতে বিএনপির আলোচনা সভা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আড়িয়ল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা হয়েছে।
গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ।
টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী মো. ইলিয়াস বেপারীর সভাপতিত্বে ও আড়িয়ল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. পিয়ার হোসেন পিন্টু শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

আরোও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ভিপি শেখ মো. আব্দুল হাই, মো. আক্তার হোসেন লাকরিয়া, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদ মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন খান বাবু, আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুল ইসলাম খান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, আড়িয়ল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আমীর হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাত্তার দেওয়ান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুরাদ তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম দেওয়ান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ
পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

created by Polish

পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন-এর ২০২৫-২৬ সালের জন্য এক বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়েজীদ মুন্না,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নু-আলম বলেন, “এই কমিটি উপস্থিত সকলের সম্মতিক্রমে গণতান্ত্রিক উপায়ে গঠন করা হয়েছে। আমরা মূলত কর্মঠ ও আন্তরিক ব্যক্তিদেরকেই অগ্রাধিকার দিয়েছি। আশা রাখি, এই কমিটি সংগঠনকে অতীতের চেয়ে আরও ভালো কিছু উপহার দেবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
• আওলাদ হোসেন, প্রধান শিক্ষক, দিঘীরপাড় মডেল একাডেমি
• জি. এম. মাহবুব হাসান কচি
• শাহিন শেখ, প্রতিষ্ঠাতা, টংগিবাড়ী ব্লাড ফাউন্ডেশন
• মহিউদ্দিন, প্রতিষ্ঠাতা, বকতবলী রক্তদান সংস্থা
✨ পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন

কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬)
• সভাপতি: বায়েজিদ মুন্না
• সহ-সভাপতি: আফ্রিদি মোল্লা
• সহ-সভাপতি: মঈন হালদার
• সাধারণ সম্পাদক: ইসমাইল হোসেন
• যুগ্ম সাধারণ সম্পাদক: রায়হান
• যুগ্ম সাধারণ সম্পাদক: হৃদয় আহমেদ
• সাংগঠনিক সম্পাদক: জুয়েল রানা
• অর্থ বিষয়ক সম্পাদক: ফয়সাল
• উপ-অর্থ বিষয়ক সম্পাদক: রফিকুল হৃদয়
• প্রচার সম্পাদক: সিমন আহমেদ
• উপ-প্রচার সম্পাদক: শারমিন নাদিয়া
• দপ্তর বিষয়ক সম্পাদক: মৃদুল
• উপ-দপ্তর বিষয়ক সম্পাদক: রাসেল
• পরিবেশ বিষয়ক সম্পাদক: সজিব আহমেদ
• স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মিথিলা
• শিক্ষা বিষয়ক সম্পাদক: ফাহিম
• সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: শুভ ঘোষ