বিনোদন ডেস্ক : চোখ দান করবেন ‘হিরোপান্তি’খ্যাত বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি মরণোত্তর চোখ দান করার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি এ বিষয়ে তার ভক্তদেরও উৎসাহী হতে আহ্বান জানিয়েছেন কৃতি। মিডডের খবরে জানা গেছে, এ অভিনেত্রী মনে করেন চোখ দিয়ে এই সুন্দর পৃথিবী দেখতে পাওয়াটা একটা আশীর্বাদ। সে কারণেই নিজের চোখ দান করার ইচ্ছা করেছেন তিনি। এ প্রসঙ্গে ২৬ বছর বয়সী কৃতি বলেন, ‘এই ইচ্ছা আমার অনেক আগে থেকেই। আমি যেমন এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করছি। তাই আমার মৃত্যুর পর সেই চোখ দিয়ে অন্য কেউ যদি এই পৃথিবীর আলো দেখতে পায় তাহলে সেটি আমার জন্য সৌভাগ্যের বিষয় হবে। শুধু তাই নয়, আমি চাই আমাকে দেখে মানুষ চোখ দান করার ব্যাপারে উৎসাহিত হোক।’ সূত্রটি আরো জানিয়েছে, এর আগে সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন নিজের চোখ দান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এদিকে, কৃতি স্যানন অভিনীত সর্বশেষ ছবি ‘দিলওয়ালে’। বর্তমানে ‘রাবতা’ শিরোনামের একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। দিনেশ ভিজান পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত রাজপুত। আগামী বছর ১৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
