বিনোদন ডেস্ক : জালিয়াতির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। নায়িকার অভিযোগ, তার ক্রেডিট কার্ড জাল করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ৬ লাখ রুপি। ক্রেডিট কার্ড জাল করে ওই অর্থ হাতানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশও। তবে ইতোমধ্যে ওই ক্রেডিট কার্ড বন্ধ করিয়েছেন বলে জানিয়েছেন নার্গিস। এ নিয়ে মুম্বাই পুলিশের কাছে মামলা দায়ের করেছেন নার্গিস। তার দাবি, যখন এই জালিয়াতি হয় তখন তিনি ভারতে ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, নর্গিসের ক্রেডিট কার্ডের সব তথ্য ফাঁস হয়ে গিয়েছিলো। সেখান থেকেই বানানো হয় কার্ডের অবিকল নকল বা ক্লোনড কার্ড। তার মাধ্যমে লেনদেন হয় প্রায় ৬ লাখ রুপি। পুলিশের দাবি, ওই অর্থে কোনো শপিং করা হয়নি। যদিও নার্গিসের দাবি, তার কাছে শপিং করা হয়েছে বলে ব্যাংকের এসএমএস অ্যালার্ট এসেছে। সংশ্লিষ্ট ব্যাংক এ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেনি। পুলিশ জানিয়েছে, তারা ওই ব্যাংকের সঙ্গে কথা বলবে।
